লা লিগার শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল কাতালানরা। তবে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে হারের পর কিছুটা খেই হারিয়ে ফেলে দলটি। পর পর দুই ম্যাচ ড্র করে তারা। আর অন্যদিকে পয়েন্ট ব্যবধান কমিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। তবে অবশেষে জয়ের দেখা পেলো বার্সা।
রোববার (২৩ এপ্রিল) হাই-ভোল্টেজ ম্যাচে শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৪৪ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। ডান দিক থেকে রাফিনিহার বাড়ানো বল থেকে নিচু শটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। তার গোলে ম্যাচে লিড পায় বার্সা।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে আর কোন গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে ৩০ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো তারা।