খুব সহজে টাই বাঁধার নিয়ম 

খুব সহজে টাই বাঁধার নিয়ম 


খুব সহজে টাই বাঁধার নিয়ম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কমআপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪

খুব সহজে টাই বাঁধার নিয়ম 

শীতে অফিস বা পার্টিতে যেকোনো সময়ই টাই পরা যায়। আসুন জেনে নেই খুব সহজে টাই বাঁধার নিয়ম।

•    টাইয়ের দুটি প্রান্ত থাকে। একটি সরু, অন্য প্রান্তটি চওড়া হয়।

•    মাথায় রাখবেন, চওড়া প্রান্তটি সবসময় ওপরে থাকে। সরু প্রান্তটি ঢাকা থাকে তার নিচে।
•    টাই বাঁধার জন্য প্রথমে সেটি ঘাড়ের ওপর থেকে সামনের দিকে ঝুলিয়ে দিন। সরু প্রান্তটি থাকবে বাঁদিকে আর চওড়া প্রান্তটি থাকবে ডানদিকে। এবার চওড়া প্রান্তটি গলার কাছে থাকা সরু প্রান্তের ওপর দিয়ে ঘুরিয়ে নিচে আনুন। দেখবেন একটা ফাঁস তৈরি হয়।

•    একইভাবে আরও একবার সরু অংশের ওপর দিয়ে ঘুরিয়ে নিচে দিয়ে ঢুকিয়ে থুতনির দিকে টানুন।
•    এবার তৈরি হওয়া ফাঁসের মধ্যে দিয়ে গলিয়ে হালকা করে টেনে দিন। এইতো আপনি টাই বেঁধে ফেলেছেন।  

আপনার রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় এমন যেকোনো রঙের টাই পরতে পারেন। দেশের সব শপিং সেন্টারেই টাই পাওয়া যায় দাম ৪০০ টাকা থেকে শুরু।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS