একাডেমি ভবন থেকে কয়েকজন হেঁটে যাচ্ছিলেন বিসিবি অফিসের দিকে। ‘কারা এরা?’ এমন প্রশ্নের উত্তর ক্রিকেটার হওয়ার পর খানিকটা বিস্ময়ই হয়তো জমা হয়েছে।ক্রিকেটারদের সাধারণত জার্সি কিংবা ট্রাউজার-টি শার্টে দেখেই অভ্যস্ত চোখ।
কিন্তু শনিবার মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের গায়ে ছিল ব্লেজার, গলায় টাই- একেবারে কেতাদূরস্ত পোশাক। সেসব গায়ে চাপিয়ে তারা বসেছেন ফটোসেশনে। সেখানে দীর্ঘক্ষণ ধরেই আবদার মেটাতে হয়েছে ক্রিকেটার, কোচ ও ম্যানেজমেন্টের সদস্যদের।
ফটোসেশনে আড্ডা, খুঁনসুঁটিতেই মেতে থাকলেন তারা। একজন ফটোগ্রাফার এসে হেড কোচ স্টুয়ার্ট ল’র কাছে আবদার করলেন আরেকটি ছবির। তিনি হাসতে হাসতে বললেন, ‘একটা মানে তো ২৪টা!’ সেসব দৃশ্য দেখে পাশেই হাসছিলেন ব্যাটিং কোচ ওয়াসিম জাফর।
ভারতের কিংবদন্তি এই ব্যাটার নিজের শিষ্যদের নিয়ে বললেন, ‘ছেলেরা অনেক কষ্ট করেছে। নিজেরাই নিজেদের গড়ে তুলেছে। যে জায়গায় আমরা ওদের দেখতে চেয়েছি, ওখানে পৌঁছেছে। ওরা চাপ নিয়ে খেলুক, তা চাইব না। ফল কেমন হবে, তা নিয়ে না ভাবুক। ’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা আগেও জিতেছে বাংলাদেশ। গত আসরে অবশ্য হতাশই হতে হয়েছে। ওই টুর্নামেন্টে দলের সঙ্গে ছিলেন আরিফুল ইসলাম। এবারও আছেন তিনি। এই আসরে ভালো কিছু করার প্রত্যয়ই ছিল তার কণ্ঠে।
তিনি বলেন, ‘এশিয়া কাপ ভালো গেছে। আমরা এখন আরও ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা স্বাভাবিক ক্রিকেটটাই খেলতে চাই। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। ম্যাচে যেন ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই আমাদের লক্ষ্য। ’
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম
স্পোর্টস ডেস্ক
ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও রেকর্ডের খাতায় আঁকিবুঁকি করেই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। সেই সুবাদে এবার ম্যারাডোনা অ্যাওয়ার্ড পেলেন তিনি।
২০২৩ সালে আল নাসর ও নিজ দেশ পর্তুগালের জার্সিতে ৫৪ গোল করেন রোনালদো। গত বছর ছেলেদের ফুটবলে এত গোল আর কেউ করতে পারেনি। ৩৮ বছর বয়সী রোনালদো পেছনে ফেলেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (৫২ গোল), বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন এবং ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড।
আগামী ১৯ জুন দুবাইয়ে রোনালদোকে দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড-২০২৩ এর মঞ্চে পুরস্কৃত করা হবে। দুবাইয়ের কৃত্রিম দ্বীপ দ্য পামে অবস্থিত বিলাসবহুল হোটেল আটলান্টিসে বসবে জমকালো এই পুরস্কারের আসর। যেখানে একটি নয়, বেশ কয়েকটি পুরস্কার একাই বগলদাবা করতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কারণ, তিনি বর্ষসেরা খেলোয়াড়, মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় এবং ভক্তদের পছন্দের খেলোয়াড়- এই তিন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
মাঠের ব্যস্ততা না থাকায় ছুটি কাটাচ্ছেন রোনালদো। নতুন বছরের প্রথম দিন উদযাপনের জন্য নিজ দেশ পর্তুগালে গেছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি রিয়াদ কাপের প্রীতি ম্যাচে তার দল আল নাসর মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামির। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন রোনালদো।