কীভাবে ‘কামব্যাক’ করতে হয়, যুবাদের বলেছেন তামিম

কীভাবে ‘কামব্যাক’ করতে হয়, যুবাদের বলেছেন তামিম

শুক্রবার সকালে মিরপুরে হাজির তামিম ইকবাল। শুরুতে তার ঠিকানা হলো ইনডোরের সামনের মাঠ।ওখানেই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য বিসিবির উপহার দেওয়া ব্যাট নিয়ে হাজির তিনি। সবগুলো ব্যাটই এসেছে তার মাধ্যমে। সব ক্রিকেটারকে ব্যাট বুঝিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কথা বলেন তামিম।

পরে ইনডোরের ভেতরে ঢুকে শুরু করেন অনুশীলন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে খেলায় ফিরবেন তামিম, খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এর আগে যুবাদের হাতে বুঝিয়ে দিয়েছেন ব্যাট, তাতে নিজের উচ্ছ্বাসের কথাই জানালেন আশিকুর রহমান শিবলী।

যুবা এই ক্রিকেটার বলেন, ‘তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। আজকে আমরা পেয়েছি। ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান স্যারের মাধ্যমে এনেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে। ’

শুধু ব্যাট বুঝিয়ে দিয়েই থামেননি, বেশ কিছুক্ষণ অনুপ্রাণিত করেছেন যুবা ক্রিকেটারদের। আশ্বাস দিয়েছেন যেকোনো সমস্যায় পাশে থাকার। শুনিয়েছেন খারাপ সময় কাটিয়ে ফিরে আসার পথও।  

শিবলী সেসব জানিয়ে বলেন, ‘(তামিম) ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই কথা বলেছেন।  উনার ভালো-খারাপ সময়, কীভাবে উনি কামব্যাক করেছে সেটা বলেছেন। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS