কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি

কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু এই সিরিজে চন্ডিকা হাথুরুসিংহে ছাড়া কোচরা ছিলেন অস্থায়ী।বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন বেশ কয়েকজন। এবার তাদের শূন্যস্থান পূরণে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

ফিটনেস কোচ হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন নিক লি, তার বদলে এখন নতুন কাউকে চাইছে বিসিবি। এছাড়া জাতীয় দলের জন্য ব্যাটিং ও বোলিং কোচও খুঁজছে তারা। বিশ্বকাপের বেশ আগেই দায়িত্ব ছাড়েন জেমি সিডন্স, এরপর আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তার সহকারী নিক পোথাস দায়িত্ব সামলেছেন।

এছাড়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও বিদায় বলেছেন বিশ্বকাপশেষে। তার জায়গায়ও নতুন কাউকে নিয়োগ দেবে বিসিবি। এছাড়া একজন পারফরম্যান্স অ্যানালিস্টও নেবে তারা। দীর্ঘদিন ধরে এই পদে কাজ করেছেন ভারতের শ্রীনিবাসন চন্দ্রশেখর। বিশ্বকাপের পর তিনি আর চুক্তি নবায়ন করেননি।  

নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন পাকিস্তানের মহসিন শেখ। বলা হয়েছিল, ভালো করলে স্থায়ী করা হবে তাকে। এছাড়া স্পিন বোলিং কোচের পদ খালি থাকলেও এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেখা যায়নি বিসিবির ওয়েবসাইটে। আগামী ২০ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS