কেবল দুজন ব্যাটারই পারলেন দুই অঙ্কের ঘর পার করতে। বাকিরা এক অঙ্কেই ছিলেন সীমাবদ্ধ।ভারতের বিপক্ষে ঘরের মাটিতে স্রেফ ৫৫ রানে গুটিয়ে গিয়ে লজ্জার এক ইতিহাস তৈরি করলো দক্ষিণ আফ্রিকা।
কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে দক্ষিন আফ্রিকা। একের পর এক উইকেট বিলিয়ে প্রথম ইনিংসে তারা ৫৫ রান করেই গুটিয়ে যায়। ১৮৯৯ সালের পর এত কম রানে এই মাঠে ইনিংস শেষ হয়নি দক্ষিণ আফ্রিকার।
স্টেডিয়ামটিতে এটি স্বাগতিকদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। ঘরের মাটিতে এমন লজ্জাজনকভাবে ১২৫ বছর আগে অলআউট হয়েছে তারা। সবমিলিয়ে ১৯৩২ সালের পর এত কম রানে অলআউট হলো তারা। মানে ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এত কম রানে অলআউট হয়নি তারা।
নিজের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ওভারে এইডেন মারক্রামকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করেন সিরাজ। এরপর একে একে তুলে নেন ৬টি উইকেট। বিদায় করেন ডিন এলগার, টনি দে জর্জি, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেনে ও মার্কো ইয়ানসেনকে। দুটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন ভেরেনে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রানের ইনিংস আসে বেডিংহ্যামের ব্যাট থেকে। বাকিরা সবাই কেবল আসা যাওয়ার মধ্যেই ছিলেন। কেউই পার করতে পারেননি দুই অঙ্কের ঘর।