জাতীয় সংগীত বাজাতে বাধা, সৌদিতে তুরস্কের সুপার কাপ স্থগিত

জাতীয় সংগীত বাজাতে বাধা, সৌদিতে তুরস্কের সুপার কাপ স্থগিত

আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়া এবং তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেওয়ায় সৌদি আরবে আয়োজিত তুর্কি সুপার কাপ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে সৌদির রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল।২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকসমাগমও ছিল বেশ। কিন্তু সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়ায় এবং ওয়ার্মা-আপের সময় কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ায় গ্যালাতাসারাই ও ফেনেরবাচের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে বেরিয়ে যান। খবর রয়টার্স।

এদিকে আয়োজকেরা দাবি করেছেন ক্লাব দুটি ম্যাচের নিয়মকানুন মানেনি। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ ছিল মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়েছিল। স্থগিত হয়ে যাওয়া খেলাটি কবে, কোথায় পুনরায় অনুষ্ঠিত হবে তা এখনো জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

এবার ছিল তুর্কি সুপার কাপের ৫০তম আসর। আর এবারই প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে। ১৯৬৬ সাল থেকে তুরস্কের ঘরোয়া দুই ফুটবল টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে এক ম্যাচের তুর্কি সুপার কাপ আয়োজিত হয়ে আসছে। এর আগে তিনবার জার্মানিতে এবং একবার কাতারে এই কাপ আয়োজিত হয়।  

তুরস্কের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, শুধু জাতীয় সংগীত গাইতে না দেওয়া এবং কামাল আতাতুর্কের বিখ্যাত স্লোগান ‘ঘরে শান্তি থাকলে বাইরেও শান্তি’–সংবলিত টি-শার্ট পরতে বারণ করাই নয়, দর্শকদের তুরস্কের জাতীয় পতাকা নিয়েও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS