আমন্ত্রণ পেয়েও পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা।
শুক্রবার এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট গঠিত। গত আগস্টে জোটটিতে আরও ছয় দেশকে সদস্য করার ঘোষণা দেওয়া হয়। মূলত, পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ জোট গঠন করা হয়।
ওই সময় বলা হয়েছিল আর্জেন্টিনা, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসে যোগ দিচ্ছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তারা জোটের সদস্য হবে।
জাভিয়ের ওই চিঠিতে বলা হয়, ব্রিকসের সদস্য হওয়ার জন্য তার দেশ এখনও প্রস্তুত নয়। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি আগের সরকারের তুলনায় ভিন্ন। আগের সরকারের অনেক সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। তবে মিলেই ব্রিকসের নেতাদের সঙ্গে বৈঠক করার প্রস্তুতি ব্যক্ত করেছেন।
ব্রিকস জোটভুক্ত দেশগুলোর জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। জিডিপি বিশ্বের এক চতুর্থাংশেরও বেশি। এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ এ ব্লকে যোগ দিতে আগ্রহী।
সূত্র: ডয়চে ভেলে