টানা পাঁচ দিনের ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিল, সোমবার খুলছে অফিস, আদালত, ব্যাংকসহ সব ধরনের প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তারা।
ঈদ শেষে রমজানের আগের মতোই চলবে অফিস কার্যক্রম ও ব্যাংকিং লেনদেন। অর্থাৎ, অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানিয়েছিলেন, ঈদের পরে ব্যাংকে লেনদেন নিয়ে কেউ যেন বিভ্রান্তিতে না পড়েন সেজন্য একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। ঈদের পরে ২৪ এপ্রিল থেকে শুরু হবে ব্যাংকিং কার্যক্রম। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে লেনদেন আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।