দোনেৎস্কের কাছে গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

দোনেৎস্কের কাছে গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার সেনারা পূর্ব ইউরোপের প্রধান শহর মারিঙ্কা দখলে নিয়েছে। খবর বিবিসির।

তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যাসল্ট ইউনিট রাশিয়ার দখলে থাকা আঞ্চলিক রাজধানী দোনেৎস্কের ঠিক বাইরে শক্তিশালীভাবে সুরক্ষিত একটি এলাকা দখল করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি ঝালুজনি বলেন, ইউক্রেনীয় বাহিনী মারিঙ্কার উপকণ্ঠে অবস্থান নিয়েছে।  

মারিঙ্কা শহরটিকে দোনেৎস্কের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এর জনসংখ্যা ১০ হাজারের মতো।  

মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো বলেন, রাশিয়ার বাহিনী খেরসনের রেলস্টেশনে গোলাবর্ষণ করেছে। এতে পুলিশের এক লেফটেন্যান্টের প্রাণ গেছে। বেশ কয়েকজন এতে আহত হয়েছেন।  

তিনি টেলিগ্রামে বলেন, ট্রেনের জন্য অপেক্ষারত ১৪০ বেসামরিকের বেশিরভাগকেই সফলভাবে সরিয়ে নিতে সমর্থ হয়েছে পুলিশ। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS