সমন্বিত ব্যাংক নিয়োগের সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি

সমন্বিত ব্যাংক নিয়োগের সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি

২০২২ সালভিত্তিক সমন্বিত ব্যাংক সার্কুলারে আবেদনের জন্য বয়সসীমা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে তারা মানববন্ধনে এ দাবি জানান।

তারা বলেছেন, সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল (সমন্বিত ২০২২ সালভিত্তিক) পদে নিয়োগের বয়সসীমা ১৯ জানুয়ারি ২০১৪। যা বিগত সব সমন্বিত ব্যাংক সার্কুলারের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। করোনাকালে সবারই বয়স ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ২০২২-২০২৩ সালে শেষ হয়েছে, তাদের ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি।

চাকরিপ্রত্যাশীরা ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে করোনাকাল বিবেচনায় নিয়ে সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাজহারুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব রোকশানা প্রমুখ। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চাকরিপ্রত্যাশীরা।

বাংলাদেশ ব্যাংক: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS