শীতকালীন সবজি কিনতেও হিমশিম খাচ্ছে মানুষ

শীতকালীন সবজি কিনতেও হিমশিম খাচ্ছে মানুষ

সাতক্ষীরায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির মূল্য ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে গেছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উচ্চ মূল্যের পর শীতকালীন সবজি কিনতেও হিমশিম খাচ্ছে মানুষ।এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাভিশ্বাস উঠেছে। প্রয়োজনের তুলনায় কম কিনেই দিন চালাতে হচ্ছে তাদের।

শুক্রবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫০-৬০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, আলু ৫৫-৬০ টাকা, পেঁয়াজের কালি ৪০ টাকা, বিট ৫০-৬০ টাকা, বরবটি ৫০ টাকা, ওলকপি ৪০ টাকা, সিম ৫০-৫৫ টাকা, কাঁচা কলা ৩০-৩৫ টাকা, মান কচু ৪০-৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ হিসাবে বাজারের সবচেয়ে কমমূল্যের সবজি এখন কাঁচা পেঁপে।

বড় বাজারে বাজার করতে এসে ভ্যানচালক আব্দুর রহমান জানান, মাছ-মাংস তো কেনা ছেড়েই দিয়েছি। এখন সবজি কিনে খাওয়াও কঠিন হয়ে গেছে। একটা ফুলকপি কিনেছি ১০৫ টাকা দিয়ে। শীতকালে এসব সবজির দাম থাকে খুবই কম। কিন্তু এবছর বাজারের পরিস্থিতি ঠিক উল্টো।

তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরে এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে টাকা বেতন পাই তা দিয়ে মাসের বাজার খরচই মেটে না। বাজারের প্রত্যেকটি সবজির দামই আকাশ ছোঁয়া। এরপর মসলা, মাছ, মাংস কোনো কিছুই ক্রয়ক্ষমতার মধ্যে নেই। প্রয়োজনের তুলনায় সবকিছুই কম কিনে কোনো মতে দিন পার করছি।

সবজি বিক্রেতা আমিনুর রহমান বলেন, প্রতিটি সবজিই উচ্চ মূল্যে কিনতে হয়েছে। আজ ফুলকপি পাইকারী কিনেছি ৪৯ টাকা। কত বিক্রি করবো বলেন, এরপর অনেক মালই তো নষ্ট হয়ে যায়। দাম বেড়ে যাওয়ায় ব্যবসাও ভালো যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এএটি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS