কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, আহত ২

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, আহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় সোলোমিয়ানস্কি জেলার একটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে।

শুক্রবার কিয়েভ শহরের কর্মকর্তারা এ তথ্য জানান।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রায়ই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়। তবে ইউক্রেনের পক্ষ থেকে এসব হামলা ধ্বংস করা হয়। কয়েক মাসের মধ্যে এটি প্রথম হামলা।

একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য একজন ঘটনাস্থলে কর্মরত জরুরি পরিষেবা থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন।

কিয়েভের ডারনিটস্কি এবং হলোসিভস্কি জেলাতেও ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা বলেছেন, এলাকায় বিমান প্রতিরক্ষা সক্রিয় রয়েছে এবং বাসিন্দাদের আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাশিয়া শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে কিয়েভের গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে হামলার পদক্ষেপ নিয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় স্বীকার করেছেন রাশিয়ার বাহিনীকে সামনের দিনগুলোতে আটকে রাখা কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর্থিক সহায়তার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, বড় ধরনের সামরিক প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া আর ইউক্রেনে তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারবে না।

সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
জেএইচ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS