টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে রশিদ, ওয়ানডেতে চূড়ায় ফিরলেন বাবর

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে রশিদ, ওয়ানডেতে চূড়ায় ফিরলেন বাবর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে ছন্দে আছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। দারুণ পারফরম্যান্স করে তিনি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে।অপরদিকে ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে ফিরেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।  

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন আদিল রশিদ। এক ধাপ পিছিয়ে দুইয়ে আফগানিস্তানের রশিদ খান। তিনে রয়েছেন ভারতের রাভি বিষ্ণই। তিন ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। তিন ধাপ এগিয়ে নবম স্থানে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাবর শীর্ষে ফেরায় দুইয়ে নেমে গেছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চলমান ওয়ানডে সিরিজে গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাবর ও গিলের কেউ অবশ্য গত বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের পারফরম্যান্সে (৪১ ও ৯০ রান) তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিন ধাপ এগিয়ে পাঁচে আছেন অফ স্পিনার ন্যাথান লায়ন। মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে আটে, জশ হেইজেলউড দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS