সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০০০ জন।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন তথ্য দিয়েছেন।
এর আগে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস টুইটারে বলেন, এটা একটি হৃদয়বিদারক ঘটনা। এখন পর্যন্ত প্রায় ৩০০ জন মারা গেছেন। একই সময়ে প্রায় ৩০০০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, আমি সমস্ত প্রাণহানির তীব্র নিন্দা জানাই। বিশেষ করে বেসামরিক নাগরিক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আধানম গেব্রেইসাস বলেন, নিরাপদ প্রবেশাধিকারের অভাব, বিদ্যুৎ, খাদ্য, পানি, কর্মী এবং মেডিকেল পণ্য সরবরাহ হ্রাসের কারণে অনেক স্বাস্থ্য খাতের অবকাঠামোতে (হাসপাতাল) সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। অথচ এখন হাজার হাজার আহত মানুষের জরুরি চিকিৎসা সেবার দরকার।