ইউক্রেনের সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি

ইউক্রেনের সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি

ইউরোপিয়ান ইউনিয়নে ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করতে ইইউ নেতারা সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকে দিল হাঙ্গেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজেই জানিয়েছেন তা।

ইইউ নেতারা বলছেন আগামী বছরের শুরুতে ইউক্রেনে সহায়তা প্যাকেজ নিয়ে আবার আলোচনা শুরু হবে। খবর বিবিসি।  

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন মূলত ইইউ এবং যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল।   

ইউক্রেন, মলদোভা এবং জর্জিয়া এই তিন দেশকে ইইউ সদস্যপদ দেওয়ার আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভিক্টর অরবান ইউক্রেনে সহায়তা প্যাকেজ আটকে দেওয়ার গোষণা দেন। হাঙ্গেরি আগে থেকেই ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে আসছে।      

ইউরোপিয়ান কাউন্সিলে গতকালের বৈঠকে ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার বিষয়টি উত্থাপিত হতেই আলোচনার টেবিল ত্যাগ করেন ভিক্টর। যদিও বাকি ২৬ দেশের নেতারা আলোচনা চালিয়ে যান। তবে এর আগেই ইউক্রেনের জন্য ৫৫ বিলিয়ন ডলারের ইইউ সহায়তা প্যাকেজ আটকেদেন তিনি।      

ইউরোপিয়ান কাউন্সিলে চার্লস মিশেল অবশ্য ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি একে তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করছেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩

এমএম   

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS