চলতি মাসেই রিজার্ভে যুক্ত হচ্ছে ১.৩১ বিলিয়ন ডলার

চলতি মাসেই রিজার্ভে যুক্ত হচ্ছে ১.৩১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির অর্থসহ বিভিন্ন উৎস থেকে চলতি ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার ঢুকবে।

বুধবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, আগামী শুক্রবারের মধ্যে আইএমএফের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে ঢুকবে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে আরও ৪০০ মিলিয়ন ডলার চলতি ডিসেম্বরে আসবে। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে ৯০ মিলিয়ন ডলার আসবে। এর বাইরে অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার পাওয়া যাবে।

মেজবাউল হক বলেন, বর্তমানে আমাদের রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ১৯ বিলিয়নের মতো। এসব ঋণ সুবিধা পাওয়ার পর আমাদের রিজার্ভ বাড়বে। এতে সংকট কিছুটা হলেও উপশম হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

এর আগে, গত ৩০ জানুয়ারি দাতা সংস্থাটির বোর্ড ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার পেয়েছে। বাকি অর্থ পাঁচ দফায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত অক্টোবরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনার পর আইএমএফ বোর্ডের কাছে ঋণের দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS