চারটি টিভিকে ডেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

চারটি টিভিকে ডেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

চারটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ডেকে গোপনে ব্রিফিং করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেসরকারি টেলিভিশন একাত্তর, সময় টেলিভিশন, চ্যানেল আই এবং এনটিভিকে ব্রিফি করেন তিনি।

এসময় অন্যান্য টিভি, পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের ডাকেননি গভর্নর। তাৎক্ষণিক এর প্রতিবাদ করেন উপস্থিত সাংবাদিকরা। কি নিয়ে ব্রিফিং করা হয়েছে, সাংবাদিকরা জানতে চাইল বিষয়বস্তু জানাতে অপারগতা প্রকাশ করে মুখপাত্রের দপ্তর।

মুখপত্রের দপ্তর সূত্রে জানা যায়, শুধু চারটি টেলিভিশনকে ডাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

‘দেশের অর্থনীতি এখন তলানিতে, চাকরিজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা আর দেখিনি’, এমন মন্তব্য করে সম্প্রতি চাপে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ বিষয়ে সাফাই গাইতে শুধু চারটি টেলিভিশনকে ডেকে ব্যাখ্যা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS