পাকিস্তানে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২১ জন।
শুক্রবার (৩ নভেম্বর) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশের কর্মকর্তা মোহাম্মাদ আদনান বলেন, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়।
দেরা ইসমাইল খান ক্যাম্পে কয়েকদিন আগে একজন পুলিশকে হামলা করে হত্যার পর এই বোমা হামলার ঘটনা ঘটল।
পাকিস্তানের সহিংসতা এবং নিরাপত্তা ইনস্টিটিউট জানায়, চলতি বছরের আগস্টে পাকিস্তানজুড়ে ৯৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। যা ২০১৪ সালের নভেম্বর থেকে যে কোনো মাসের তুলনায় অনেক বেশি।
এসব ঘটনার পেছনে তেহেরিক-ই-তালেবান পাকিস্তান যুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই গ্রুপটির সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক রয়েছে।