ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে দক্ষিণ আফ্রিকা মানেই যেন অপ্রতিরোধ্য। আগে ব্যাট করতে নেমেই রানের পাহাড় চাপিয়ে দিচ্ছে প্রতিপক্ষের ওপরে। বিশ্বমঞ্চে নিজেদের সপ্তম ম্যাচেও সেই ধারা বজায় রেখেছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের বড় সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা।
বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন দুই প্রোটিয়া ওপেনার ডি কক ও বাভুমা। বেশ দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে ইনিংসের নবম ওভারেই ধাক্কা খায় উড়ন্ত দক্ষিণ আফ্রিকা। কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৪ রান করে সাজঘরে ফিরেন প্রোটিয়া অধিনায়ক।
দ্বিতীয় উইকেট জুটিতে রাসি ফন ডার ডুসেনকে সঙ্গে নিয়েই সেই ধাক্কা সামাল দেন ডি কক। এরপর স্বভাবসুলভ ক্রিকেট খেলে দলের রানের চাকা সচল রাখেন তারা। ক্রমেই কিউই পেসারদের ওপরে চড়াও হতে থাকেন এই দুই ব্যাটার।
দুর্দান্ত ব্যাটিংয়ে দুইজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়েন তারা। এরপর টিম সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩ ছক্কা ও ১০ চারে খেলেন ১১৪ রানের দুর্দান্ত এক ইনিংস।
ডি কক ফিরলে অপরপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ডুসেন। এরপর তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম শতকও।
তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভীত গড়েন এ ব্যাটার। ৪৩ বলে ৭৮ রানের বড় জুটি গড়েন তারা।
শেষ দিকে ডুসেনের ১১৮ বলে ১৩৩ ও মিলারের ৩০ বলে ৫৩ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।
কিউইদের হয়ে দুটি উইকেট শিকার করেন টিম সাউদি।