রংপুরের কাউনিয়ায় স্ত্রী শোভা রানীকে (৪৫) ছুরিকাঘাতে খুনের পর তার স্বামী রবীন্দ্রনাথ বর্মণ (৫০) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে ভাইয়ের হাত থেকে ভাবিকে বাঁচাতে গিয়ে চেতন বর্মণ ও গোলাপ বর্মণ নামে দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার মীরবাগ ড্রাইভারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে স্বামী রবীন্দ্রনাথ বর্মণ ক্ষিপ্ত হয়ে স্ত্রী শোভা রানীকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে রবীন্দ্রনাথ বর্মণের ভাই চেতন বর্মণ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করলে তার একটি কান কেটে মাটিতে পড়ে যায়।
আহত দুজনের চিৎকারে চাচাতো ভাই গোলাপ বর্মণ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন রবীন্দ্রনাথ। এ সময় ঘরের আসবাবপত্রে আগুন লাগিয়ে দিয়ে রবীন্দ্রনাথ বর্মণ গোয়ালঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের লোকজন দাবি করেন।
প্রতিবেশীরা আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে শোভা রানী মারা যান। ঘটনার কিছুক্ষণ পরে পরিবারের লোকজন গোয়ালঘরের সামনে গিয়ে রবীন্দ্রনাথকে ডাকলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরিবারের লোকজন ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দিলে পুলিশ রবীন্দ্রনাথের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পরিবারের লোকজন জানান, রবীন্দ্রনাথ মানসিক বিকারগ্রস্ত ছিল। সে এক বছর ধরে একাকি জীবনযাপন করছিল। সে দুই সন্তানের জনক বলে জানা গেছে।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রবীন্দ্রনাথ বর্মণের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোহাম্মদ আবু রায়হান বলেন, রবীন্দ্রনাথ বর্মণ আত্মহত্যা করেছেন, না তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশের সন্দেহ দেখা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।