কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপিত

কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপিত

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতজুড়েই এ উৎসব পালিত হচ্ছে আজ।

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি হয়েছে। তবে বৈরী আবহাওয়ার মধ্যেও ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের নামাজ আদায় করার জন্য বিভিন্ন মসজিদে ছুটে যান। আর সেখানে নামাজ আদায় শেষে দেশের অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করেন।

প্রতিবছর কলকাতার ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে আসছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার রেড রোডে। আজও সেখানে বৃষ্টির মধ্যেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড, পার্ক সার্কাসসহ শহরের বিভিন্ন নামী মসজিদ ও ঈদগাঁ ময়দানে নামাজ আদায় হয়েছে। নিউটাউনের অ্যাক্সিস মল ময়দান, কালীঘাট ক্লাব ময়দান, মোমিনপুরের হোসেন শাহ পার্কে নারীরা পৃথকভাবে নামাজ আদায় করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS