বললেন সৌরভ গাঙ্গুলী-‘বিশ্বকাপ জেতার চেয়েও আইপিএল জেতা কঠিন’বললেন সৌরভ গাঙ্গুলী-

বললেন সৌরভ গাঙ্গুলী-‘বিশ্বকাপ জেতার চেয়েও আইপিএল জেতা কঠিন’বললেন সৌরভ গাঙ্গুলী-

ভারত কি প্রত্যাশার চাপ নিতে পারছে না? নাকি দলটার সামর্থ্যই নেই?

কোচ, অধিনায়ক—সবই বদলে ফেলা হলো, এরপরও কেন আইসিসি ট্রফিতে সাফল্য মিলছে না? বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় আইসিসি ট্রফিতে ভারতের ভালো না করার অনেকটা দায় তাঁর ওপরই পড়ত। তবে রোহিত শর্মা অধিনায়কত্ব পাওয়ার পরও ভারতের ভাগ্য পরিবর্তন হচ্ছে না।

রোহিত ভারতের অধিনায়কত্ব পান সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি থাকার সময়ে। সেই সৌরভ এখনো অধিনায়ক রোহিতের ওপর ভরসা রাখছেন। ৫টি আইপিএল জেতা অধিনায়ক রোহিতের সমর্থনের কথা বলতে গিয়ে সৌরভ বলেছেন, বিশ্বকাপ জেতার চেয়েও আইপিএল জেতা কঠিন।

ভারত সর্বশেষ আইসিসি ট্রফি জেতে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর গত এক দশকে আইসিসির আর কোনো ট্রফি জিততে পারেনি দলটি। সব সংস্করণ মিলিয়ে এ সময়ে ভারত খেলেছে চারটি ফাইনাল। শুধু ফাইনাল নয়, গত ১০ বছরের মধ্যে ভারত হেরেছে চারটি সেমিফাইনালেও। সম্প্রতি রোহিতের ভারত হারল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এর আগে রোহিতের অধিনায়কত্বে সর্বশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারেনি ভারত।

সৌরভ গাঙ্গুলী অবশ্য এখনই আশা হারাচ্ছেন না, ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাক’–এ সৌরভ বলেছেন, ‘আমার রোহিতের ওপর পুরো ভরসা আছে। সে এবং ধোনি আইপিএলে ৫টি শিরোপা জিতেছে। আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। কারণ, আইপিএলে ১৪ ম্যাচ খেলে আপনাকে প্লে অফে যেতে হয়। বিশ্বকাপে তো ৪-৫ ম্যাচ খেলেই সেমিফাইনালে যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে ১৭ ম্যাচ খেলতে হয়।’

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এর কিছুদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়। এরপর টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান কোহলি। তখন ভারতের তিন সংস্করণের দায়িত্বই ওঠে রোহিতের কাঁধে।

তখনকার বিসিসিআই সভাপতি সৌরভ বলছেন সেই মুহূর্তে অধিনায়ক হিসেবে রোহিতই সেরা বিকল্প ছিল, ‘বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর নির্বাচকদের একজন অধিনায়ক প্রয়োজন ছিল, ওই মুহূর্তে রোহিতই সেরা বিকল্প ছিল। সে ৫টি আইপিএল ট্রফি জিতেছে, আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে। তাঁর অধীন ভারত এশিয়া কাপ জিতেছিল। সুতরাই রোহিতই সেরা বিকল্প ছিল। দুই বছর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তো আমরা হেরেছিলাম। নির্বাচকেরা সঠিক মানুষটাকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিল।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS