ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে সোমবার (১৭ এপ্রিল)। এর পরই সুপার লিগের লাইন-আপ নিশ্চিত হয়েছে। সুপার লিগ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সংস্করণের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দল।
এদিকে গ্রুপ পর্বের খেলা শেষে এখন অপেক্ষা সুপার লিগের। আগামী ১ মে থেকে সুপার লিগের খেলা শুরু হবে এবং ছয় দলের এই লড়াই ১৪ মে পর্যন্ত চলবে। সুপার লিগের প্রত্যেক ম্যাচের জন্যই ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।
এবারের আসরে সবার প্রথমে সুপার লিগ নিশ্চিত করে মোসাদ্দেক হোসেন সৈকতের দল আবাহনী। পরবর্তীতে শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগ নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।
অন্যদিকে সুপার লিগের পাশাপাশি আগামী ১ মে থেকে রেলিগেশন লিগও শুরু হবে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন দল এই লিগে খেলবে।
মিরপুর, ফতুল্লা এবং বিকেএসপির দুটি মাঠসহ মোট চারটি মাঠে ডিপিএলের সুপার লিগ ও রেলিগেশন লিগের খেলা হবে। তবে সুপার লিগের খেলা সম্প্রচার নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সিসিডিএম।