সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক হেলিকপ্টার অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ নেতা আবদ-আল-হাদি মাহমুদ আল-হাজি আলি নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক হেলিকপ্টার অভিযানে তিনি নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। অভিযানের মূল লক্ষ্যই তিনি ছিলেন বলে জানায় সেনাবাহিনী।
বিবৃতিতে আল-হাজিকে ‘মধ্যপ্রাচ্য এবং ইউরোপে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএস নেতা’ হিসাবে বর্ণনা করা হয়। অভিযানে গ্রুপের অন্য দুই সদস্যকেও হত্যা করা হয়েছে বলে জানানো হয়।
এই অভিযানে আরও দুজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন কিন্তু কোনো বেসামরিক আঘাত পাননি বলে পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
২০১৪ সালে আইএস তাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে ইরাক ও সিরিয়া এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। পরে তারা পরাজিত হলেও গোষ্ঠীটির জঙ্গিরা বিচ্ছিন্ন বিদ্রোহী হামলা চালানো অব্যাহত রেখেছে।