News Headline :
বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া সেই শিশুটি এখন বড় তারকা, ১২০ মিলিয়ন ডলারের মালিক নতুন চমক নিয়ে আসছেন আলিয়া সকালে কালো কিশমিশ খেলে যেসব উপকার হতে পারে ‘ভারতের জন্য এক নিয়ম, বাংলাদেশের জন্য আরেক’, ইংলিশ কিংবদন্তির ক্ষোভ সাড়ে পাঁচ ঘণ্টার নাটকীয় লড়াইয়ে জেভেরেভকে হারিয়ে ফাইনালে আলকারাস বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি সম্পূর্ণ মিথ্যা: অ্যালেক্স মার্শাল চীনে মিয়ানমারের মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর মার্কিন সামরিক নৌবহর এগোতেই যুদ্ধের প্রস্তুতিতে ইরান চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা খুব বিপজ্জনক: ট্রাম্প
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি সম্পূর্ণ মিথ্যা: অ্যালেক্স মার্শাল

বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি সম্পূর্ণ মিথ্যা: অ্যালেক্স মার্শাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে তদন্ত চলছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের নামে যেসব তদন্তের কথা প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অ্যালেক্স মার্শাল নিজেই লিখিতভাবে বিষয়টি অস্বীকার করেছেন।

অ্যালেক্স মার্শাল বলেন, বিসিবি সভাপতি আমার দ্বারা তদন্তাধীন, এমন দাবি পুরোপুরি অসত্য ও বানোয়াট।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে বিসিবি সভাপতি ও দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এ ঘটনায় ইতোমধ্যে বিসিবি আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৩৮৬৭, তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬) করা হয়েছে। পাশাপাশি ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট ব্যক্তি ও প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিসিবি আরও জানায়, বোর্ড, খেলোয়াড় বা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানহানিকর প্রচারণা বরদাশত করা হবে না।

একইসঙ্গে বিসিবি গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করেছে, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে এবং শুধুমাত্র বিসিবির অফিসিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS