ওয়েম্বলিতে আজ এফএ কাপ ফাইনালে মুখোমুখি হবে দুই ম্যানচেস্টার। যে ফাইনাল জিতলে ইউরোপের ক্লাব ফুটবলে পরম আরাধ্য ‘ট্রেবল’ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে সিটি। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে ‘ট্রেবল’ জয়ের কীর্তি ইউনাইটেডের। ১৯৯৮-৯৯ মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতে ইউনাইটেড। ২৪ বছর আগে গড়া ইউনাইটেডের সেই অনন্য কীর্তি এই মৌসুমে ছুঁয়ে ফেলতে পারে সিটি। এরই মধ্যে পেপ গার্দিওলার দল লিগ জিতেছে, এফএ কাপ জিতলে বাকি থাকবে শুধু চ্যাম্পিয়নস লিগ। ১০ জুন যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। কোনো সন্দেহ নেই, ইন্টারের দিকে তাকিয়ে না থেকে ইউনাইটেড চাইবে আজই সিটির ট্রেবল স্বপ্ন ভেঙে দিতে।
পারবে কী এরিক টেন হাগের দল? ম্যাচের ফল কী হবে, আপনার মত দিন ভোটে :