বাংলাদেশ-পাক-ভারত ইস্যুতে ‘নিরপেক্ষ’ শ্রীলঙ্কা

বাংলাদেশ-পাক-ভারত ইস্যুতে ‘নিরপেক্ষ’ শ্রীলঙ্কা

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে এমন দাবি তুলে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবি সভাপতি মহসিন নকভি জানিয়েছেন, শুক্রবার কিংবা সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সব মিলিয়ে সালমান-বাবরদের বিশ্বকাপ খেলা দোলাচলে থাকলেও, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। পাকিস্তান অংশ নিলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে। এই ম্যাচকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে এএফপিকে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে।

ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বাংলাদেশ নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল।তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। ভারত ও বাংলাদেশের এই বিরোধের পুরো সময়জুড়ে নীরব অবস্থান নিয়েছিল টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে।

এএফপিকে তিনি বলেন, ‘আমরা আঞ্চলিক কোনো বিরোধে জড়াতে চাই না।

ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থানে আছে। এই তিন দেশই আমাদের বন্ধুপ্রতিম। তবে ভবিষ্যতে যদি অনুরোধ আসে, যেকোনো দেশের জন্যই শ্রীলঙ্কা টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।’

এদিকে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানান, বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায়, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS