গত বছর বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত হালনাগাদে টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন ‘কাটার মাস্টার’।
নতুন র্যাংকিং প্রকাশের আগে আট নম্বরে ছিলেন মোস্তাফিজ। এবার এক ধাপ উন্নতি করে উঠে এসেছেন সপ্তম স্থানে।
তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫। আগেই টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের সেরা দশে থাকা এই পেসার এবার নিজের অবস্থান আরও শক্ত করলেন।
সর্বশেষ র্যাংকিংয়ে সেরা দশে আরও কয়েকটি পরিবর্তন এসেছে। আফগানিস্তানের অফ স্পিনার মুজিব উর রহমান সবচেয়ে বড় উন্নতি করেছেন।পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন তিনি। মুজিবের বর্তমান রেটিং পয়েন্ট ৬৫৬।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন। তার রেটিং পয়েন্ট ৬৯১।
এ ছাড়া অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস এক ধাপ এগিয়ে আট নম্বরে অবস্থান করছেন।
তবে র্যাংকিংয়ের শীর্ষ চার বোলারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান, যার রেটিং ৭৩৭। শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছেন।আর চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।