বাংলাদেশ ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারা আরও জোরালো হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পর এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ভাইও লাল-সবুজের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও ডেকলান সুলিভান জুন উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে যোগ দেবেন।
সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই দুই ফুটবলারই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
রোনান সুলিভান আক্রমণভাগের খেলোয়াড়। তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে উইঙ্গার হিসেবে খেলেন। তার ভাই ডেকলান সুলিভান একই ক্লাবের হয়ে ডিফেন্ডার হিসেবে নিয়মিত মাঠে নামেন।দুই ভাইয়ের একসঙ্গে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবেই দেখছে বাফুফে।
এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। প্রাথমিকভাবে কম্বোডিয়া কিংবা পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের কথা বলা হলেও শেষ পর্যন্ত কোনো দলই বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে না। পরিবর্তে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের দিকে এগোচ্ছে বাফুফে।
এই প্রীতি ম্যাচেই সুলিভান ব্রাদার্সদের অভিষেক হতে পারে। সবকিছু ঠিক থাকলে জুন উইন্ডোতে প্রবাসী ফুটবলারদের নিয়ে নতুন রূপে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।