বাংলাদেশের ক্রিকেট তারকাদের জনপ্রিয়তা এবার ছড়াল ফ্যাশন দুনিয়ায়ও। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের নামে বাজারে আসছে দুটি বিশেষ পারফিউম। পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘জে ডট’ এই দুটি পারফিউম তৈরি ও বাজারজাত করছে।
মুশফিকুর রহিমের নামে তৈরি পারফিউমটির নাম ‘মিস্টার ফিফটিন’, তাসকিন আহমেদের পারফিউমটির নাম রাখা হয়েছে ‘স্ট্রাইক’।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলে আনুষ্ঠানিকভাবে এই দুটি পারফিউমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিক ও তাসকিন নিজে। এ ছাড়া অনুষ্ঠানে দেখা যায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের একাধিক তারকা, পাশাপাশি মডেল, অভিনেতা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচিত উপস্থাপক রাফসান সাবাব।
আয়োজকরা জানান, ক্রিকেট তারকাদের জনপ্রিয়তা ও ব্যক্তিত্বকে তুলে ধরতেই এই দুটি পারফিউম তৈরি করা হয়েছে। সুগন্ধির ঘ্রাণ ও প্যাকেজিংয়েও ক্রিকেটারদের স্টাইল ও চরিত্রের প্রতিফলন রাখার চেষ্টা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত ছিল, ফলে ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ।
উল্লেখ্য, ‘জে ডট’ পাকিস্তানের একটি পরিচিত ফ্যাশন ব্র্যান্ড, যা এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করেছে।
বাংলাদেশি ক্রিকেটারদের নামে পারফিউম বাজারে আনার মাধ্যমে ব্র্যান্ডটি দুই দেশের সংস্কৃতি ও ক্রিকেটভিত্তিক সম্পর্ককে আরও জোরদার করতে চায় বলে জানান সংশ্লিষ্টরা।