২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শনিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।
সংস্থাটি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি অংশগ্রহণের চূড়ান্ত নিশ্চয়তা না দেওয়ায় নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে গ্রুপ সি-তে। এই গ্রুপে তাদের সঙ্গে থাকছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করে আইসিসির কাছে।
এই অনুরোধের পর আইসিসি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে আলোচনা চালায়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নও করা হয়। পাশাপাশি ভারত সরকারের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনাসহ বিস্তারিত ব্যবস্থার তথ্য বিসিবিকে জানানো হয়।
আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘সব ধরনের মূল্যায়নের পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই।’
এ কারণে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয় বলেও জানায় আইসিসি।
গত বুধবার আইসিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল৷ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিত বার্তা না পাওয়ায় আইসিসি তাদের নিয়ম অনুযায়ী বিকল্প দল নির্বাচন করে।