চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বিপিএল ফাইনালে ইনজুরি নিয়েও অসাধারণ সেঞ্চুরি করে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ হাসান তামিম। চাপের ম্যাচে ৬২ বলে শতক হাঁকিয়ে দলকে শিরোপা এনে দেওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এই বাঁহাতি ব্যাটার।
ফাইনালের মঞ্চে তানজিদের ঝলমলে ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি বিশাল ছক্কার মার। ইনিংসের মাঝপথে ক্র্যাম্পে ভুগলেও ব্যথা উপেক্ষা করে উইকেটে টিকে থাকেন তিনি।
ইনজুরি নিয়েও দায়িত্বশীল ও সাহসী ব্যাটিং চালিয়ে যাওয়ার মাধ্যমে দলের জন্য লড়াই চালিয়ে যান তানজিদ।
তানজিদের এই অনবদ্য ইনিংসের ওপর ভর করেই বিপিএলের শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচজুড়ে প্রভাব বিস্তার করা এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ বা ফাইনাল সেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
অন্যদিকে শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে আলাদা করে নজর কেড়েছেন চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।চলমান বিপিএলে তিনি শিকার করেছেন মোট ২৬টি উইকেট।
পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার সব পর্যায়েই কার্যকর বোলিং করে দলের বড় ভরসা ছিলেন শরীফুল। এই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন তিনি।
একদিকে ফাইনাল সেরা তানজিদের সাহসী সেঞ্চুরি, অন্যদিকে পুরো আসরের সেরা শরীফুল ইসলামের ধারাবাহিকতা এই দুই পারফরম্যান্সেই স্মরণীয় হয়ে থাকল এবারের বিপিএল।