শীতকাল মানেই আলমারি ভর্তি সোয়েটার?

শীতকাল মানেই আলমারি ভর্তি সোয়েটার?

শীত পড়লেই নতুন নতুন সোয়েটার কেনা সবার পক্ষে সম্ভব হয় না। তার ওপর এখনকার শীত আগের মতো দীর্ঘস্থায়ীও নয়। বেশি দিন ঠান্ডা না থাকায় মোটা সোয়েটার অনেক সময় কাজে লাগে না, আবার আলমারিতে বেশি পোশাক রাখাও ঝামেলার। তাই অনেকের কাছেই এক–দুটো সোয়েটারই ভরসা।কিন্তু তাই বলে কি শীতের স্টাইল থেমে যাবে? ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, একেবারেই না।

ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী, সঠিক লেয়ারিং জানলেই একটি সোয়েটার থেকেই তৈরি করা যায় একাধিক লুক। এতে নতুন কাপড় কেনার প্রয়োজনও পড়ে না, আবার স্টাইলের দিক থেকেও কোনো আপস করতে হয় না।

এক সোয়েটারে পাঁচ রকম স্টাইল

অফিস রেডি লুক

খোলা সোয়েটারের নিচে শার্ট বা টপ পরুন।সঙ্গে ট্রাউজার ও ক্লোজড জুতো। হালকা জুয়েলারি যোগ করলে লুক হবে পরিপাটি ও স্মার্ট।

ক্যাজুয়াল ডে আউট

জিন্স ও স্নিকার্সের সঙ্গে একই সোয়েটার টপের মতো পরে নিতে পারেন। হালকা শীতের দিনে এটি আরামদায়ক এবং ট্রেন্ডি লুক দেয়।

আড্ডা বা কফি ডেট লুক

সোয়েটার প্যান্টের ভেতরে ইন করে ওপর একটি বেল্ট পরুন। সঙ্গে ক্রস-বডি ব্যাগ যোগ করলে সাধারণ লুকও হয়ে উঠবে স্টাইলিশ।

ফিউশন লেয়ারিং

সোয়েটারের ওপর শ্রাগ বা লং জ্যাকেট এবং সঙ্গে স্কার্ফ। এতে ঠান্ডাও সামলানো যাবে, আবার লুকেও আসবে ভিন্নতা।

উইকএন্ড বা ট্রাভেল লুক

সোয়েটারের সঙ্গে ডেনিম জ্যাকেট, ফ্ল্যাট জুতো ও টোট ব্যাগ, হালকা শীতের ভ্রমণ বা উইকএন্ড আউটিংয়ের জন্য একদম পারফেক্ট।

স্টাইলিস্টদের মতে, বর্তমান সময়ে স্মার্ট লেয়ারিং-ই শীতের ফ্যাশনের মূল চাবিকাঠি। কম পোশাক থাকলেও সঠিক মিক্স অ্যান্ড ম্যাচ জানলে আলাদা আলাদা সোয়েটারের প্রয়োজন পড়ে না।

সব মিলিয়ে বলা যায়, এই শীতে আলমারিতে একটাই সোয়েটার থাকলেও লুকের সংখ্যা কিন্তু পাঁচটা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS