প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় চার ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও বিভিন্ন হাসপাতালে রোগীরা। পরে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়ে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
টেকনিক্যাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মো. রাজ্জাক বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। চার ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে এদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিকে একই দাবিতে গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।