News Headline :
শীতের ভোরে জীবিকার জন্য বের হন রিকশা নিয়ে, আধঘণ্টা পরেই মৃত্যুর খবর অবৈধ বরাদ্দ বাতিলসহ ৫ দাবি জানাল মুক্তিযোদ্ধা সমিতি মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে বাংলাদেশ-পাকিস্তান-রাশিয়াসহ ৭৫ দেশের ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র ডিসেম্বর-২০২৫ মাসিক অপরাধ সভায় তেজগাঁও বিভাগ শ্রেষ্ঠ সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান: আলী রীয়াজ জেফার-রাফসানের বিয়ে কাল? বিপিএলে সিলেটের জার্সিতে খেলবেন ক্রিস ওকস পিপিপি থেকে বাদ পড়লো নিউ মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প আমাকে শেষ চার মাস কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম
ডিসেম্বর-২০২৫ মাসিক অপরাধ সভায় তেজগাঁও বিভাগ শ্রেষ্ঠ

ডিসেম্বর-২০২৫ মাসিক অপরাধ সভায় তেজগাঁও বিভাগ শ্রেষ্ঠ

ডিসেম্বর-২০২৫ মাসিক অপরাধ সভায় তেজগাঁও বিভাগ শ্রেষ্ঠ

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।

বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ডিসেম্বর-২০২৫ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, যার হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

পাশাপাশি শ্রেষ্ঠ থানা: চকবাজার শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার: মোহাম্মদপুর জোনের এপিসি মোঃ আবদুল্লাহ আল মামুন

শ্রেষ্ঠ এসআই (যৌথভাবে): শেরেবাংলা নগর থানার এসআই মোঃ আব্দুল রাজ্জাক ও যাত্রাবাড়ী থানার এসআই মহিউদ্দিন জুয়েল

শ্রেষ্ঠ এএসআই (যৌথভাবে): যাত্রাবাড়ী থানার এএসআই মোঃ আক্তারুজ্জামান পলাশ ও মুগদা থানার এএসআই মোঃ আক্তারুল ইসলাম

শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগ: ডিবি-লালবাগ বিভাগ

শ্রেষ্ঠ টিম লিডার: ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, পিপিএম

শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ: ট্রাফিক-গুলশান

শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট (যৌথভাবে): রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট এসএম আব্দুল আজিজ ও মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তা, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS