প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠ

প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠ

বর্ণিল আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম ভালোবাসায় উৎসবমুখর পরিবেশে দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিকটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণে কালের কণ্ঠ যেন আরও একবার পাঠকের ভালোবাসায় সিক্ত হলো।

সকাল থেকেই কালের কণ্ঠ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ।

কেউ হাতে ফুল নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ স্মৃতির ছবি তুলছেন, কেউ আবার ব্যস্ত ছিলেন আগত অতিথিদের অভ্যর্থনায়। এই ব্যস্ততা কেবল আয়োজনের নয়, এ ছিল পাঠকের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। ১৭ বছরে পা দেওয়া কালের কণ্ঠের প্রতি মানুষের এই নির্ভরতা ও সম্মানই ভবিষ্যৎ পথচলার প্রধান পাথেয়—এমনটাই জানান সংশ্লিষ্টরা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ পত্রিকার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সরকারি ও করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, কবি-সাহিত্যিক, শিল্পী-অভিনেতা, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কারও উপস্থিতি বাদ যায়নি এই আনন্দ আয়োজনে।

উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কালের কণ্ঠ সাধারণ মানুষের কণ্ঠ হিসেবে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করবে। সত্য প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা রাখার মাধ্যমে শুধু ১৭ বছর নয়, শত বছর টিকে থাকবে পাঠকের হৃদয়ে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন জনপ্রিয় দৈনিকটির অন্যতম পৃষ্ঠপোষক ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম।

সঙ্গে ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।

শুভেচ্ছা জানাতে এসেছিলেন যারা
আইজিপি বাহারুল আলমের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তর থেকে শুভেচ্ছা জানাতে আসেন তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহসান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পক্ষ থেকে সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) আরিফা আখতার প্রীতি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পক্ষ থেকে সহকারী পরিচালক মুনসুর আলী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের পক্ষ থেকে মিডিয়া উইংয়ের ইনচার্জ এম মুমিনুল ইসলাম ও ইনচার্জ (মাল্টিমিডিয়া) এম আর হোসাইন উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খানের পক্ষ থেকে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ শুভেচ্ছা জানান।

এ ছাড়া বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লিয়াকত হোসেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিকগুলোর প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া উপদেষ্টা মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা জানান ভাইয়া গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) ফয়সাল আহমেদ, রঙতুলি অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপক (বিপণন) এজাজুল হক।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলাম, বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, হেড অব নিউজ আহমেদ জুয়েল, ইংরেজি বিভাগের প্রধান এস এম সালাউদ্দিন, চিফ অব করেসপন্ডেন্টস ইসমাইল হোসেন, নিউজ কো-অর্ডিনেটর শারমীনা ইসলাম, হেড অব ডিজিটাল জাকারিয়া ইবনে ইউসুফ, হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা কালের কণ্ঠের সম্পাদকের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজ২৪-এর হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, ডেইলি সানের সম্পাদক রেজাউল করীম, ডেপুটি এডিটর আল আমিন ও মনির হোসেন, ব্যবস্থাপক (এইচআর ও অ্যাডমিন) আতিক মোহাম্মদ এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সভাপতি মির্জা মেহেদী তমাল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তা পাঠায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব অপারেশন হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কাজেম শাহ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়তুল্লাহ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (জনসংযোগ) শেখ রাহাত অয়ন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মঈনুল ইসলাম রিন্টু, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, কবি মোহন রায়হান, গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন আংকিত সুরেকা এবং বিকাশের জেনারেল ম্যানেজার (করপোরেট কমিউনিকেশন) রুখসানা মিলি উপস্থিত ছিলেন।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও শুভেচ্ছা জানান। তাদের মধ্যে ছিলেন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড, ওপাস কমিউনিকেশন লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, গ্যালাক্সি গ্রুপ, ইনফো পাওয়ার, ইউনিলিভারের পক্ষে এস এম ফয়সাল, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসীন মিয়া, বাংলাদেশ সংবাদ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আল-হারুন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টু প্রমুখ।

কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ১৬ বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন পাঠকের আস্থা। পাঠকের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আগামীতেও আমরা পাঠকের পাশে থাকতে চাই।

নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, আমাদের প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল টিম বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে চলেছে। সময় বদলেছে, চ্যালেঞ্জ বেড়েছে, তবু আমরা আমাদের অবস্থান থেকে সরে আসিনি। এই দৃঢ়তার পেছনে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে—মানুষের দুর্ভোগ, দুর্নীতি ও দেশের স্বার্থবিরোধী সব বিষয় সাহসের সঙ্গে তুলে ধরতে হবে। পাঠকের দীর্ঘস্থায়ী আস্থাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

‘আংশিক নয়, পুরো সত্য’ অটল দর্শন
২০১০ সালের ১০ জানুয়ারি ‘আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, ১৬ বছর পেরিয়েও সেই দর্শনেই অবিচল কালের কণ্ঠ। সময়ের সঙ্গে সংবাদ পরিবেশ ও প্রযুক্তি বদলালেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, মুক্তিযুদ্ধের আদর্শ, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তবুদ্ধির চর্চা—এই মূল নীতিগুলোই কালের কণ্ঠের সম্পাদকীয় দর্শনের ভিত্তি।

এই দীর্ঘ সময়ে কালের কণ্ঠ শুধু একটি সংবাদপত্র নয়, বরং পাঠকের বিশ্বাসের একটি নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ সব ক্ষেত্রেই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকেছে পত্রিকাটি।

রাজধানীর প্রধান কার্যালয়ের পাশাপাশি সারা দেশের আঞ্চলিক অফিসগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এসব আয়োজন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। উদযাপন শেষ হলেও দায়িত্বশীল সাংবাদিকতার পথে কালের কণ্ঠের অভিযাত্রা থেমে নেই। মানুষের কণ্ঠস্বর হয়ে থাকার প্রত্যয় নিয়ে ১৭তম বছরে আরও দৃঢ়ভাবে এগিয়ে চলার অঙ্গীকার করেছে পত্রিকাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS