‘রয়্যাল লুক’-এ ব্যাচেলররা, গল্পের মোড় ঘুরিয়ে দিবে স্পর্শিয়া?

‘রয়্যাল লুক’-এ ব্যাচেলররা, গল্পের মোড় ঘুরিয়ে দিবে স্পর্শিয়া?

নতুন বছরের শুরুতেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হলো ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’র নতুন পর্ব। ভক্তরা এবার কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকের ৫৭-৬৪তম পর্ব দেখতে পাবেন। 

ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে ব্যাচেলরদের ‘রয়্যাল লুক’ এবং নতুন চ্যাপ্টারের টানটান উত্তেজনা। এবারের পর্বগুলোতে গল্পের মোড় ঘুরিয়ে দিতে বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়াকে।

এদিকে, পাশা ভাই, কাবিলা, শুভ ও হাবু ভাইদের জীবনে স্পর্শিয়ার আগমন কি সৌভাগ্য নাকি নতুন কোনো বিপদ- তা জানা যাবে এই ৮টি পর্বে। পাশাপাশি এই চ্যাপ্টারে অন্তরাও থাকছে, যাকে নিয়ে দর্শক মহলে চলছে নানা আলোচনা!

বঙ্গ কর্তৃপক্ষের মতে, ‘ব্যাচেলর পয়েন্ট দর্শকদের ভালোবাসার আরেক নাম। দর্শকদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই বছরের শুরুতে আমরা নিয়ে এসেছি চ্যাপ্টার-৮। মুক্তির পর দর্শকদের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে আমরা অভিভূত।’

সাবস্ক্রিপশনের মাধ্যমে বঙ্গর পর্দায় বিজ্ঞাপনমুক্ত ও নিরবচ্ছিন্নভাবে দর্শকরা উপভোগ করতে পারছেন ব্যাচেলর পয়েন্ট’র এই সিজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS