লর্ডস টেস্টে ইংল্যান্ডের একাদশে জশ টাং

লর্ডস টেস্টে ইংল্যান্ডের একাদশে জশ টাং

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজে মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড। এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামছে বেন স্টোকসের দল।

বৃহস্পতিবার (১ জুন) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। তবে এই টেস্টে খেলছেন না দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন। তাই ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে যাচ্ছে তরুণ পেসার জস টাংয়ের।

এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে ১১ উইকেট নিয়েছেন টাং। এর মধ্যে স্টিভেন স্মিথের উইকেটও রয়েছে। এ পর্যন্ত ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টাং শিকার করেছেন ১৬২টি উইকেট, গড় ২৬.০৪।

ইংল্যান্ড একাদশে জায়গা পেয়ে উচ্ছ্বসিত টাং জানান, ‘সত্যিই অসাধারণ অনুভূতি হচ্ছে। ভাষা হারিয়ে ফেলেছি। যখন আমি দলে প্রথম ডাক পাই তখনো এমন অনুভূতি হয়েছিল। এখন আমি সেরা একাদশে জায়গা পেলাম। আসলে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।’

ইংল্যান্ডের একাদশ : বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাথিউ পটস, জশ টাং ও জ্যাক লিচ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS