২০২৫: বছরজুড়ে ঢাকাই শোবিজের যত বিয়ে

২০২৫: বছরজুড়ে ঢাকাই শোবিজের যত বিয়ে

তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমিত থাকে না। ২০২৫ সালে দেশের শোবিজ অঙ্গনে বেশ কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেন। নানা কারণে তাদের বিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এমন কিছু বিয়ের খবর নিয়ে এই প্রতিবেদন।

চলতি বছরের শুরুতেই বিয়ের খবর জানান জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ২০১৭ সালে বিচ্ছেদের পর অভিনেত্রী মিথিলার ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধলেও সিঙ্গেল ছিলেন তাহসান। চলতি বছরের ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন।তিনি একজন উদ্যোক্তা। নিউ ইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার।

এ বছর আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের ঘটনা। ২০১৩ সাল থেকে দুজনে প্রেম করছেন বলে জানা যায়।

দীর্ঘ ১৩ বছরের প্রমের সফল পরিণতি আসে এ বছর। গত ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

বিচ্ছেদ, বিয়ে ও নবাগত সন্তানের খবর দিয়ে চমকে দিয়েছেন সংগীত তারকা জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে জেমসের বিচ্ছেদ হয়েছে ২০১৪ সালে। এর ১০ বছর পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস।এ বছর জুন মাসে তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। গত ২২ অক্টোবর জেমস নিজেই জানিয়েছেন সব ঘটনা। সেই সঙ্গে প্রকাশ করেছেন নতুন সংসারে ঘর আলো করে আসা পুত্রসন্তানের ছবি।

এ বছর আরও বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। গত ১৯ সেপ্টেম্বর বিয়ে করেন তিনি। পাত্র রাজশাহীর ছেলে তানজিম তৈয়ব। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তানজিম। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

গত ৪ এপ্রিল বিয়ে করেছেন টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার। তার স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 
 
একইদিন বিয়ে করেছেন গায়ক, সংগীত পরিচালক ও নির্মাতা আরাফাত মহসিন নিধি এবং কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। আরাফাত মহসিন নিধি ‘বরবাদ’ সিনেমার আবহ সংগীত ও ‘তুফান’ সিনেমায় গানে কাজ করেছেন। এ ছাড়া ‘দাগি’ সিনেমার গানও তৈরি করেছেন। অন্যদিকে রাবা খান একজন কনটেন্ট ক্রিয়েটর। 

একই মাসের ৬ তারিখ বিয়ে করেছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান জামিল হোসেন। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। তার স্ত্রী মুনমুন আহমেদও অভিনয়ের সঙ্গে জড়িত। ঢাকার উত্তরার একটি রেস্তোঁরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জামিল ও মুনমুনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ে করেছেন চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য শিল্পী জাহিদ নিরব। দীর্ঘদিনের বন্ধুত্ব হলেও মাত্র ৩৮ দিন প্রেম করেছেন দুজন। গত ২৩ অক্টোবর রাতে নিরবের নিকেতনের বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। জাহিদ নিরবের স্ত্রীর নাম সূচনা তাসনীম। তিনি একটি মেকওভার পার্লারের স্বত্বাধিকারী।

তৃতীয়বার বিয়ে করছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ১৪ নভেম্বর নিউ ইয়র্ক স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বর-কনে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন।

চিত্রপরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। গেল ২১ নভেম্বর রাতে ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করেন গেল ২৪ নভেম্বর। তার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। 

‘বড় ছেলে’খ্যাত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান ২ ডিসেম্বর বিয়ে করেন। তার স্ত্রীর নাম তাহসিন তামান্না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। তাহসিনের সঙ্গে এই নির্মাতার ৭ বছরের পরিচয়। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS