সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও মাদকচক্র দমনে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এ ডি ব্রিগেডের অধীনস্থ দারুসসালাম সেনা ক্যাম্পের একটি চৌকস অভিযান দল শের-ই-বাংলা নগর থানাধীন পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মো. মাহফুজ শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, পিস্তলের ২৭ রাউন্ড গুলি, শটগানের ১৫৭ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য হিসেবে ১০ বোতল ফেনসিডিল।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরিমাণ ও ধরন থেকে ধারণা করা হচ্ছে এগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখতে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তীতে আটক আসামিকে উদ্ধারকৃত সব আলামতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্নের জন্য শের-ই-বাংলা নগর থানার পুলিশ প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বর্তমান প্রেক্ষাপটে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে সেনাবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS