ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম। রোববার লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) তিনি সেটি জমা দেননি।
এর আগে, গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, নির্বাচনে অংশ নেবেন মাহফুজ আলম।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফুজ আলম এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা দেননি। তবে গতকাল ফেসবুক পোস্টে জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল। তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।
তবে, এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তার ভাই মাহবুব আলম।বিকেল ৫টার দিকে গণমাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এনসিপির এই নেতা বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। আর সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এতে মাহফুজ আলমের কোনো সম্মতি ছিল না।
এ ঘটনায় আমরা দুজনই বিব্রত ছিলাম। তবে ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে আমিই নির্বাচন করব, এটাই চূড়ান্ত।