ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডেভন থমাসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।
মঙ্গলবার (২৩ মে) এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি।
থমাসের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনে সাতটি অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসি জানায়, থমাস তিনটি টুর্নামেন্টেই দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘন করেছে।
তিনটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টে খেলার সময় তার আচরণ সন্দেহের চোখে দেখে আইসিসি। টুর্নামেন্টগুলো- লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আবুধাবি টি-১০ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।
অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে ১৪ দিন সময় পাবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।