প্রকাশ্যে কাপড় ধরে টানাটানি, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী!

প্রকাশ্যে কাপড় ধরে টানাটানি, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী!

ভক্তদের হাতেই প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন অভিনেত্রী নিধি আগারওয়াল। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দেহরক্ষীরা কোনোমতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায়।

হায়দরাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘রাজা সাব’-এর গান ‘সাহানা সাহানা’-এর লঞ্চিং অনুষ্ঠান। সেখানেই হাজির ছিলেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী নিধি। অনুষ্ঠান শেষে এই ঘটনা ঘটে।

ভিডিওতে আরো দেখা যায়, নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে ও পোশাক ঠিক করতে বাধ্য হচ্ছেন নিধি। গাড়িতে ওঠার পর তার মুখে স্পষ্ট ভীতির ছাপ ফুটে ওঠে; কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অভিনেত্রীকে।

অনুষ্ঠানে বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় আয়োজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন অনেকে। ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আচরণের বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা।

এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলে জানা গেছে।

মারুতি পরিচালিত ‘রাজা সাব’ হরর-কমেডি ঘরানার সিনেমা। এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে মালবিকা মোহনন ও নিধি আগারওয়ালকে। সিনেমাটি আসছে বছরের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS