জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজার নামাজ শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় এ সময় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির নির্ধারিত বিকল্প সড়কসমূহ:
১. মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।
২. ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিং ব্যবহার করবে।
৩. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট–গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।
৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ব্যবহার করবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট হয়ে চলাচল করবে।
৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭-গামী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে গন্তব্যে যাবে।
৭. জানাজা চলাকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।