News Headline :
সরকারের ‘সবুজ সংকেত’ না মেলায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সমস্যা কাটাতে তামিমের ‘ক্লাসে’ শান্ত, পেলেন কাঙ্ক্ষিত সমাধান মোস্তাফিজকে কেনা ‘বুদ্ধিদীপ্ত’, পাথিরানার ১৮ কোটি দেখে অবাক শ্রীকান্ত বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল ৫০ শতাংশ, অংশ নিলেই মিলবে ১২৮ কোটি টাকা! মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশকে ‘শিক্ষা দেওয়ার হুমকি’ দিলেন আসামের মুখ্যমন্ত্রী ‘পারস্পরিক বাণিজ্য সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলেছে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া’ কচুলতায় জেগে উঠছে সম্ভাবনা, বদলাচ্ছে কৃষকের ভাগ্য নির্বাচন বানচালে বিশেষ মহলের অস্থিরতা তৈরির চেষ্টা: দুদু
সরকারের ‘সবুজ সংকেত’ না মেলায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

সরকারের ‘সবুজ সংকেত’ না মেলায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

নিরাপত্তাজনিত কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। এ উপলক্ষে বিসিবি ও আয়োজক কমিটি টেকনিক্যাল ও লজিস্টিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছিল। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং জনসমাগমের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন হওয়ায় ওই সময় রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম হতে পারে এমন আশঙ্কা ছিল। এতে বড় পরিসরের কোনো আয়োজন নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হয়।

এই প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারের উচ্চপর্যায়ের প্রয়োজনীয় অনুমোদন বা ‘সবুজ সংকেত’ পায়নি বিসিবি। পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং স্টেডিয়ামের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এমন উদ্বেগও উঠে আসে।

এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিকল্প তারিখ নিয়েও আলোচনা হয়েছিল। তবে নিরাপত্তা ঝুঁকি ও জনসমাগম ব্যবস্থাপনার জটিলতার কারণে সেসব প্রস্তাবও বাতিল করা হয়।

সবকিছু বিবেচনায় নিয়ে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় বিপিএল ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের খেলা শুরু করতে কোনো বাধা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS