News Headline :
সরকারের ‘সবুজ সংকেত’ না মেলায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সমস্যা কাটাতে তামিমের ‘ক্লাসে’ শান্ত, পেলেন কাঙ্ক্ষিত সমাধান মোস্তাফিজকে কেনা ‘বুদ্ধিদীপ্ত’, পাথিরানার ১৮ কোটি দেখে অবাক শ্রীকান্ত বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল ৫০ শতাংশ, অংশ নিলেই মিলবে ১২৮ কোটি টাকা! মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশকে ‘শিক্ষা দেওয়ার হুমকি’ দিলেন আসামের মুখ্যমন্ত্রী ‘পারস্পরিক বাণিজ্য সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলেছে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া’ কচুলতায় জেগে উঠছে সম্ভাবনা, বদলাচ্ছে কৃষকের ভাগ্য নির্বাচন বানচালে বিশেষ মহলের অস্থিরতা তৈরির চেষ্টা: দুদু
সমস্যা কাটাতে তামিমের ‘ক্লাসে’ শান্ত, পেলেন কাঙ্ক্ষিত সমাধান

সমস্যা কাটাতে তামিমের ‘ক্লাসে’ শান্ত, পেলেন কাঙ্ক্ষিত সমাধান

দীর্ঘদিনের ব্যাটিং সমস্যা কাটাতে এবার দেশসেরা ওপেনার তামিম ইকবালের দ্বারস্থ হলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বিপিএল দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার লক্ষ্যে বুধবার সকালে মিরপুর ইনডোরে তামিমের কাছ থেকে বিশেষ টিপস নেন তিনি। শান্ত জানিয়েছেন, গত এক বছর ধরে যে সমস্যায় তিনি ভুগছিলেন, তামিমের এই সেশনে তার সমাধান খুঁজে পেয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে শৈশবের মেন্টর ও বিসিবি টাইগার্সের কোচ সোহেল ইসলামকে সঙ্গে নিয়ে বিসিবি একাডেমি মাঠে আসেন তামিম ও শান্ত। সেখানে দীর্ঘক্ষণ অফ-স্পিনের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন শান্ত।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘আজকের সেশনটি দারুণ ছিল। তবে আমি ঠিক কী নিয়ে কাজ করেছি, তা গোপনই থাক। এটি পুরোপুরি টেকনিক্যাল বিষয়। গত প্রায় এক বছর ধরে আমি নির্দিষ্ট একটি সমস্যায় ভুগছিলাম। অনেক বড় বড় খেলোয়াড় ও ধারাভাষ্যকারদের ভিডিও দেখেও সমাধান পাচ্ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ মনে হলো, আমাদের দেশেই এমন একজন আছেন যিনি এই পরিস্থিতি সফলভাবে সামলেছেন এবং টেকনিক্যালি ও মানসিকভাবে এর মোকাবিলা করেছেন। সোহেল স্যারের অনুমতি নিয়ে তামিম ভাইকে ফোন করি। তিনি খুশি মনে রাজি হয়ে আমাকে সময় দিয়েছেন। আমার মনে হয়, তামিম ভাইয়ের কাছে আমি যে সমাধান খুঁজছিলাম, তা পেয়েছি। এখন মাঠে সেটা প্রয়োগ করাই আসল কাজ।’

সেশন শেষে তামিম ইকবাল বলেন, ‘আমাকে যখন জানানো হলো, আমি শুধু বলেছি—কেউ যদি আমার সাহায্য চায়, আমি সবসময় তাদের জন্য আছি। এর চেয়ে বেশি কিছু নয়।’ 

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম এখনো পেশাদার কোচিংয়ে না জড়ালেও সতীর্থদের সাহায্যে সবসময় এগিয়ে আসছেন।

২০২৫ সালটা টেস্টে শান্তর জন্য দারুণ কেটেছে। ৬ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ৫৯.১১ গড়ে ৫৩২ রান করেছেন তিনি। তবে ওয়ানডেতে তার ফর্ম ছিল হতাশাজনক (১১ ম্যাচে ১৯.৭২ গড়ে ২১৭ রান)। টি-টোয়েন্টি দলেও তিনি অনিয়মিত। তাই বিপিএলকে পাখির চোখ করে নিজেকে শুধরে নিতে তামিমের শরণাপন্ন হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS