News Headline :
সরকারের ‘সবুজ সংকেত’ না মেলায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সমস্যা কাটাতে তামিমের ‘ক্লাসে’ শান্ত, পেলেন কাঙ্ক্ষিত সমাধান মোস্তাফিজকে কেনা ‘বুদ্ধিদীপ্ত’, পাথিরানার ১৮ কোটি দেখে অবাক শ্রীকান্ত বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল ৫০ শতাংশ, অংশ নিলেই মিলবে ১২৮ কোটি টাকা! মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশকে ‘শিক্ষা দেওয়ার হুমকি’ দিলেন আসামের মুখ্যমন্ত্রী ‘পারস্পরিক বাণিজ্য সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলেছে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া’ কচুলতায় জেগে উঠছে সম্ভাবনা, বদলাচ্ছে কৃষকের ভাগ্য নির্বাচন বানচালে বিশেষ মহলের অস্থিরতা তৈরির চেষ্টা: দুদু
বাংলাদেশকে ‘শিক্ষা দেওয়ার হুমকি’ দিলেন আসামের মুখ্যমন্ত্রী

বাংলাদেশকে ‘শিক্ষা দেওয়ার হুমকি’ দিলেন আসামের মুখ্যমন্ত্রী

‘এভাবে আচরণ করতে থাকলে বাংলাদেশকে শিক্ষা দিতে হবে’ বলে হুমকি দিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ হুমকি দেন। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়ার।

বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বলেন, গত এক বছর ধরে বাংলাদেশের অনেকেই আমাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে নানা ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন। তবে ভুলে গেলে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমনটা ভাবতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা আছে।

বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া ঠিক নয়।

তিনি বলেন, এমন আচরণ করতে থাকলে আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত। আমরা চুপ করে বসে থাকব না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS