বিজয় মেলা ঘিরে ধানমন্ডিতে উৎসবের আমেজ

বিজয় মেলা ঘিরে ধানমন্ডিতে উৎসবের আমেজ

মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ‘শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা’ শীর্ষক দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি ৪ নম্বর মাঠে এই উৎসব শুরু হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সকাল ১০টা থেকে অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। 

অনুষ্ঠানটি ঘিরে ধানমন্ডি এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধভিত্তিক আয়োজন ও নানা কার্যক্রম থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ধানমন্ডি সোসাইটির সভাপতি ডক্টর মোসাদ্দেক হাবিব বলেন, এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চার বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এর মূল উদ্দেশ্য হলো মহান বিজয় দিবস উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের গৌরবময় অতীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করা। বিশেষ করে যারা সরাসরি স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেনি, তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায় এবং দেশের গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করে—এটাই ধানমন্ডি সোসাইটির প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS