১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করলো এতিম শিশুরা।
রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসে বাদ জোহর রাজধানীর কারওয়ান বাজারের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় অনুষ্ঠিত হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। দোয়া মাহফিলে সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনে সকল আহতদের সুস্থতা কামনায়ও প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলের আয়োজক নির্মাতা ও প্রযোজক রাসেল আজম বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবিদের মহান আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করেছে। মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্খা একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গণতান্ত্রিক আন্দোলনের পথযাত্রায় তরুণরাও পথ দেখাচ্ছে আমাদের। তাদের সুস্থতা কামনায়ও দোয়া অনুষ্ঠিত হয়। নিস্পাপ কোমল এতিম শিশুদের দোয়া যেন মহান সৃষ্টিকর্তা কবুল করেন। সে লক্ষ্যে এ আয়োজন।”
দিনভর কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। এ সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম হোসেন ইমন, মাহমুদ হাসান রানা, মুনিরুজ্জামান লিপন, সোহেল হাসান, মোহন আহমেদ, মাইদুল রাকিবসহ বিভিন্ন নির্মাতা ও প্রযোজকবৃন্দ।
প্রসঙ্গত, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদী, তাকে সিঙ্গাপুরে নেওযা হয়েছে। দেশজুড়ে তাদের সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সকল শ্রেণি পেশার মানুষ।